ঢাকা: ৮ মিনিটের কমান্ডো অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টার টান টান উত্তেজনার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘটনার অবসান ঘটিয়েছে কমান্ডো বাহিনী।
রোববার রাতে চট্টগ্রামে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান জানান, ছিনতাইকারীর বয়স ২৫-২৬। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হলেও মারা যান।
লে. কর্নেল ইমরুল কামান্ডো অভিযানের নেতৃত্ব দেন। বিমানপিতে ১৩৪ জন যাত্রী ও ১৪ ক্রুসহ ছিল। তাদের সবাই নিরাপদে নামতে সক্ষম হয়েছেন।