7+ IELTS কোর্সে বড়সর ছাড় দিয়েছে লিয়াকত’স। মাত্র ৭,৫০০ টাকায় অনলাইনে কোর্সের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে রেগুলার ব্যাচের ফি ১২,৫০০ টাকা।
অফারটি তিনদিন চলবে। তিনটি ব্যাচে মোট ৪০ জন্য শিক্ষার্থী এই বিশেষ ছাড় পাবেন।লিয়াকত’স-এর লালমাটিয়া, উত্তরা এবং মিরপুর-১০ নাম্বার গোল চত্বরে শাখা রয়েছে।
এছাড়া ইংরেজিতে দক্ষতা বাড়াতে ইউটিউবে প্রয়োজনীয় টিউটোরিয়াল প্রকাশ এবং ফেসবুকে লাইভ ক্লাস নিচ্ছে। যোগাযোগ:- হেল্পলাইন: 01945-666777, 01790-555888