fbpx

সহজে ছোটদের অনলাইন ইংরেজি কোর্স নিচ্ছে Liakat’s

ছোটদের জন্য Kid’s Spoken কোর্সের অনলাইনে ক্লাস নিচ্ছে Liakat’s। ইংরেজি শিক্ষার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Liakat’s-এর লালমাটিয়া, উত্তরা এবং মিরপুর-১০ নাম্বারে গোল চত্বরে শাখা রয়েছে। কিন্তু সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণের কারণে ঘরে বসে বাচ্চাদের এই পাঠদান কার্যক্রম আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

ফ্রি যাচাই ক্লাসের জন্য নিচে রেজিস্টেশন করুন:

হেল্পলাইন: 01945-666777

উল্লেখ্য, গত একযুগ ধরে IELTS এবং Spoken English কোর্স পরিচালনায় দক্ষ ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান Liakat’s শিশুদের জন্য Kid’s Spoken নামে একটি স্বতন্ত্র কোর্স নিয়মিত পরিচালনা করে আসছে। গত ২০১৬ সালে বাচ্চাদের ইরেজিতে ছোট থেকেই পারদর্শী করতে Kid’s Spoken কোর্স চালু করে।