শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্থ স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধে নতুন করে ভেঙ্গেছে। ‘আমি ভাষা হারা, দিশে হারা। ত্রাণ নয়, টেকশই বাধঁ চাই’ প্রতিক্রিয়ায় বললেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম আঃ রউফ।
বৃহস্পতিবার ভাঙ্গনের পর রিং বাঁধের ১০টি পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। এ ঘটনা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের। ইউনিয়নের চার গ্রাম পানির নিচে। প্রায় ১০ হাজার পরিবারের জোয়ার ভাটার সঙ্গে লড়ছে। ভিডিও: রনজিৎ বর্মন।
বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ফিচার, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.