তূণমূলের ব্যানারে ভারতের লোকসভা লড়াইয়ের ঘোষণার পর থেকেই বেশ খারাপভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামোর শিকার টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। খুবই আক্রমাণাত্বক ভাষায় দুজনকে আক্রমণ করা হয়েছে। দুজনের ছবি নানাভাবে বিকৃত করে নোংরা ভাবে উপস্থাপন করা হয়েছে।
নুসরাত জাহান নুসরাত জাহান নুসরাত জাহান
মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী
অভিনয় জগতের বাইরে আদোও তারা জনগণকে সময় দিতে পারবেন এমন প্রশ্নও তোলা হয়েছে।