খিচুড়িতে আস্ত সাপ

মহারাষ্ট্র: ১৯৯৬ সাল থেকে চলছে স্কুলে শিশুদের জন্য দুপুরে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ খাবার পরিবেশন করা হয়। কিন্তু বুধবার (৩০.০১.১৯) হঠাৎ ঘটল ভয়ঙ্কর কেলো। খিচুড়িতে পাওয়া গেল আস্ত সাপ।

মহারাষ্ট্রের নান্দেড় জেলার গর্গভান জেলা পরিষদ প্রাথমিক স্কুলে প্রতিদিনের মতো চলছিল খিচুড়ি পরিবেশন। আশি শিক্ষার্থী কে খাবার পরিবেশন করার পর স্কুলের কর্মীরা দেখতে পান খাবারের মধ্যে রয়েছে একটি আস্ত সাপ। তৎক্ষণাৎ কর্মীরা খাবার পরিবেশন বন্ধ করেন।

এ বিষয়ে কথা বললে নান্দেড় জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত দিগ্রাস্কর বলেন, শিশুদের দুপুরের খাবারে একটি সাপ পাওয়া গেছে। বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো নয়। শিক্ষা দপ্তরের একটি দলকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।