ভারত: দুই দুই বার নির্বাচনে হেরে যান। অবশেষে তৃতীয়বারে জয়ের মুখ দেখেন। সম্পদ মাত্র ৪৬ হাজার ৭৩৩ টাকার মত তার ভিতরে নগদ আছে মাত্র ২৫ হাজার টাকা। নেই ভালো মাথা গোঁজার ঠাঁই। বলছিলাম বিজেপি থেকে জয়ী মধ্যপ্রদেশের নেতা সীতারাম এর কথা।
৫৫ বছর বয়সী এই বিজেপি নেতার জন্য এবার তার এলাকাবাসী নিজোর চাঁদা তুলে দুই কামরার একটি ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন। যদিও তিনি সহজ-সরল জীবন ধারাতেই অভ্যস্ত। তবে এলাকাবাসী মনে করেন, তাদের নেতার এমন হীন হাল থাকতে পারেনা, তাই তারা এরকম একটি উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। বিজেপি নেতা সীতারামের জয়ের পথটাও সহজ ছিলো না। তিনি কংগ্রেসের নেতা রামনিবাস রাওয়াত এর কাছে পরপর দু’বার ২০০৮ এবং ২০১৩ সালে হেরে যান এবং তৃতীয় বারে ২০১৮ সালে এসে জয়লাভ করেন।