সিরিজ বোমায় রক্তাক্ত পর্যটন শহর ব্যাংকক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মুর্হুমুহু বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার ব্যাংককের কমপক্ষে ৬টি স্থানে এ বোমা হামলা হয়েছে।

সিরিজ বোমা বিস্ফোরণ
সিরিজ বোমা বিস্ফোরণে রক্তাক্ত পর্যটন শহর ব্যাংকক

স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, মোট ছয়টি স্থানে বিস্ফোরণ হয়েছে। স্থানগুলো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আদালত, চায়ং ওয়াত্তানা গভ. রামা আইএক্স রোড, প্রাতুনাম কমপ্লেক্স এবং বিটিএস চোং নোনসি।

বাংলাদেশিদের জন্য ফ্রি অন অ্যারাইভাল ভিসা চালু করছে শ্রীলংকা

থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার

সুয়ানলুয়াং জেলার সংসদ সদস্য রেনু সুয়েসাত্তায়া বলেন, সুয়ানলুয়াংয়ে প্রথম বোমা বিস্ফোরণ হলে তিনজন আহত হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

বিশ্বের সংবাদদেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিফিচারবিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.

আরও পড়ুন..
তরুণের পেটে ক্ষুধা, ডেলিভারিম্যান মুসলিম!
বিপাকে স্বরা ভাস্কর
আয়রনম্যান আরাফাতের গল্প
মার্কিন দূতাবাসে ৫২ জিম্মি উদ্ধারে ব্যর্থ অভিযান
আরও এক বছর অনুমতি পেল তসলিমা নাসরিন