বিশ্ব: গাড়িতে প্রকাশ্যে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর কান মলে দিল তাঁর স্ত্রী।
১৪ ই ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাঁর স্ত্রী তাশি দলমা’র জন্য ফুল কিনতে ভুলে যান। আর এ অপরাধেই তোবগের কান মলে দেন তাঁর স্ত্রী। মূলত এটি তাদের ভালোবাসার ই বহিঃপ্রকাশ।
তোবগে তার এরকম কান মলা অবস্থার চিত্র তার নিজের টুইটারে প্রকাশ করতেই ভুটানসহ বিশ্ব মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। তিনি পরবর্তীতে নিজে এরকম ভুল কখনো করবেন না বলে জানান এবং অন্যদেরকেও এরকম ভুল করতে বারণ করেন।