ভারতের তেলেঙ্গানা রাজ্যে কাউকে মাস্ক ছাড়া রাস্তায় পাওয়া গেলে ১০০০ রুপি জরিমানার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের এই কঠোর নির্দেশনা মানতে সামর্থ্য না থাকায় মুখে বাবুই পাখির বাসা বেঁধে সরকারি দপ্তরে সেবা নিতে গেছেন স্থানীয় এক ব্যক্তি!
![](https://i0.wp.com/probasi.tv/wp-content/uploads/2021/04/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE.jpg?resize=760%2C456)
তার কাছে মাস্ক কেনার মতো অর্থ ছিল না বলে এই কাণ্ড তিনি করেছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেলেঙ্গানা রাজ্যের মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার পশুপালক মেকালা কুরমায়া এই ঘটনা ঘটিয়েছেন। বাবুই পাখির বাসা পরিহিত ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এক ব্যক্তি। অল্প সময়েই ভাইরাল হয় সেটি।