বাবার বিয়েতে কী পরবেন? মা অমৃতা সিংয়ের কাছে জানতে চেয়েছিলেন সারা আলি খান (Sara Ali Khan)! মেয়ের প্রশ্ন শুনে মায়ের মাথায় হাত। বাবা সাইফ আলি খানের (Saif Ali Khan) বিয়ে বলে কথা। যেমন তেমন সাজলে হবে!
গরু ছেড়ে নারীদের প্রতি যত্নবান হতে নরেন্দ্র মোদিকে বার্তা
দিন কয়েক আগে এই কথা একঝাঁক সাংবাদিকদের সামনে ফাঁস করেছেন সারা। আর সেই ভিডিও নিমেষে ভাইরাল। বাবার বিয়ে নিয়ে মুখ খুললেও কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর প্রেম নিয়ে যদিও কিচ্ছু বলেননি বুদ্ধিমতী।
সারা আরও বলেন, ‘আমার কথা শুনে সেদিন মা চমকে উঠেছিলেন। বলেছিলেন, তুই বাবার বিয়ে শুনে নাচছিস! কী পরে যাবি তাই নিয়ে ভাবছিস! হে ভগবান। জানিস, কী সর্বনাশ হল?’
বয়ফ্রেন্ডের চিঠি পোড়াতে গিয়ে বাড়িতে আগুন
সারা আরও বলেন, ‘বাবা আমার সবচেয়ে বেশি কমফোর্ট জোন। আবার মা-ও ভীষণ ভালোবাসেন আমাকে। আর করিনা কাপুরের সঙ্গে বিয়ের কথা শুনে মনে হল, আমিও বাবাকে ভালোবাসি, করিনাও তাই-ই। তাহসে তো আমরা একে অন্যের বন্ধু!.
আপাতত সারা ব্যস্ত বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নং ওয়ান ছবি নিয়ে। পরিচালনায় ডেভিড ধাওয়ান। আপাতত সারা ব্যস্ত বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নং ওয়ান ছবি নিয়ে। পরিচালনায় ডেভিড ধাওয়ান।