ইন্ডিয়াকে ধর্ষণের দেশ বলে নিজের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)।
আরও: ছবিতে বাঙালি মেয়ে তনুশ্রী দত্ত
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের মতে ধর্ষণের মহামারিতে আক্রান্ত রাষ্ট্রে পরিণত হচ্ছে ভারত। সম্প্রতি উন্নাও ধর্ষণের ঘটনা নিয়ে এক বিবৃতিতে তনুশ্রী দত্ত (Tanushree Dutta) তার মতামত প্রকাশ করেন।
আরও পড়ুন: পরিচালক রনির ছবিতে সানি লিওন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
তনুশ্রী দত্ত বলেন, আমাদের চমৎকার দেশে এখন ধর্ষণের মহামারি চলছে। আমাদের সংবাদের সিংহভাগ জুড়ে ধর্ষণের খবর থাকে।’
ভারতের সামাজিক সংস্কৃতিতে মহিলাদের প্রতি সংস্কারগুলো নিয়েও প্রশ্নের তীর ছুড়েছেন তনুশ্রী দত্ত। তনুশ্রী দত্ত (Tanushree Dutta) বলেন, আমাদের এখানে নারীর পোশাক নিয়ে অভিয়োগ করা হয়। কিন্তু বিশ্বের অনেক অঞ্চলের সমুদ্র সৈকতে উন্মুক্তভাবে নারীরা শুয়ে থাকলে সেখানে ধর্ষণের মতো কোন অভিযোগ উঠে না।’
আরও পড়ুন: যৌন সম্পর্কে ছড়িয়ে পড়ে সারভাইক্যাল ক্যানসার
এর আগে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) আরেক অভিনেতা নানা পাটেকার তাকে যৌন হয়রানী করেন বলে অভিযোগ তুলেছিলেন। তনুশ্রী দত্তের মতে, নারীদের প্রতি পুরুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আর মানসিকতাই হচ্ছে নারীর প্রতি সংকটের মূল কারন। দুই চোখে দেখে ভারতের মানুষ অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বুঝে উঠার চেষ্টা করুক। আমাদের জন্যই নগর থেকে গ্রাম পর্যন্ত ধর্ষণ ব্যাপকভাবে বিস্তার করছে।’
আরও পড়ুন: ইন্টারনেট থেকে টাকা উপার্জনের প্রধান উপায়
তনুশ্রী দত্তের মতে, নারীদের প্রতি পুরুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আর মানসিকতাই হচ্ছে নারীর প্রতি সংকটের মূল কারন। দুই চোখে দেখে ভারতের মানুষ অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বুঝে উঠার চেষ্টা করুক। আমাদের জন্যই নগর থেকে গ্রাম পর্যন্ত ধর্ষণ ব্যাপকভাবে বিস্তার করছে।’
বিনোদন: এই বিভাগের সুপারহিট
- পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা
- বিয়ের ভাবনা এবং ছেলের বলিউডে অভিনয়! যা বললেন মালাইকা আরোরা
- খোলা পোশাকে আমির কন্যা ইরা খান
- বিপাকে স্বরা ভাস্কর