বাংলা চলচ্চিত্রের পর্দায় অনেক আগেই সানি লিওনকে (Sunny Leone) পেয়েছিল দর্শকরা। আর এবার প্রথমবার দেখা যাবে ঢাকাই সিনেমায়।
পরিচালক শামিম আহমেদ রনির ‘বিক্ষোভ’ ছবির একটি আইটেম ডান্সে থাকবেন সানি লিওন (Sunny Leone)। সানি লিওনের সাথে ছবিতে থাকবেন অভিনেতা রাহুল দেব।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে বাজিমাত করলেন সানি লিওন (Sunny Leone)
সানি লিওনকে পাওয়া নিয়ে মুম্বাইয়ে অনেকদিন ধরেই তার ম্যানেজারের সাথে ছবির পরিচালক শামিম আহমেদ রনি আলোচনা চালিয়েছেন। অবশেষে বহু চেষ্টার পর রাজি হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)।
আরও পড়ুন: যৌন সম্পর্কে ছড়িয়ে পড়ে সারভাইক্যাল ক্যানসার
কিন্তু এটিই সানি লিওনের প্রথমবার তা নয়। কিছুদিন পূর্বেও শাকিব খানের সঙ্গে একটি মুভির আইটেম ডান্সে অংশ নেয়ার কথা ছিল সানি লিওনের (Sunny Leone)। কিন্তু নানা কারণে পরে তা আর হয়নি।
আরও পড়ুন: ইন্টারনেট থেকে টাকা উপার্জনের প্রধান উপায়
আর আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইয়ে ‘বিক্ষোভ’ ছবির জন্য সানি লিওনের আইটেম ডান্সের শ্যুটিং সম্পন্ন হবে।
বিনোদন: এই বিভাগের সুপারহিট
- পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা
- বিয়ের ভাবনা এবং ছেলের বলিউডে অভিনয়! যা বললেন মালাইকা আরোরা
- খোলা পোশাকে আমির কন্যা ইরা খান
- বিপাকে স্বরা ভাস্কর
বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ফিচার, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.