বলিউডের সুপারস্টারের আমির খানের প্রথম পক্ষের মেয়ে ইরা খান (Ira Khan) । হু আর ইউ ফটোশ্যুটে ব্যস্ত ইরা। একের পর এক খোলামেলা পোশাকের ছবি ইনস্টাগ্রামে আপলোড করে রীতিমতো ভাইরাল আমির কন্যা। আর এতে ভাবতেই পারেন বলিউডে বোল্ড এন্ট্রি ইরা খানের এক রকম পাকা।
আরও পড়ুন.. পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা
ইরার ফটোশ্যুটের শিরোনাম রাখা হয়েছে ‘হু আর ইউ? তার এই নতুন কাজ নিয়ে ইনস্টাগ্রামে নোটও লিখে জানিয়েছেন ইরা খান (Ira Khan)। বলেন, ফ্যাশন হলো নিজের বিচরণের জায়গা।
আরও পড়ুন.. বিয়ের ভাবনা এবং ছেলের বলিউডে অভিনয়! যা বললেন মালাইকা আরোরা
ফটোশ্যুটটি আমির খানের মেয়ের লুক সেমি-গথিক। তার সাথে আরেক মডেলও আছেন। আগের লুক বোগেমিয়ান।
আরও পড়ুন.. যৌন সম্পর্কে ছড়িয়ে পড়ে সারভাইক্যাল ক্যানসার
ইনস্টাগ্রামে প্রায় ৭৮ হাজার অনুসারী ইরার। নতুন লুকে তাঁকে পেয়ে অনুসারীরাও প্রশংসায় মশগুল। আবার কেউ কেউ জিজ্ঞেস করেছেন,বলিউড জগত কী আরেক স্টারকন্যার অভিষেকের অপেক্ষায়?
আরও পড়ুন.. বিপাকে স্বরা ভাস্কর
ইরাকে নিয়ে হৈচৈ এখানেই থেমে নেই। কয়েকদিন পূর্বে গায়ক মিশাল কিরপালানের সাথে ডেটিংয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।