ইতিহাসের এই দিনে

আজ ১৮ মার্চ ২০১৯, সোমবার। ৪ চৈত্র ১৪২৫। ১০ রজব ১৪৪০। বসন্তকাল। ইতিহাসের পাতায় লেখা ঘটে যাওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাসমূহ:

ঘটনাবলী

১৮৭১ – প্যারিস কমিউন ঘোষণা, ফরাসি রাষ্ট্রপতি অ্যাডলফ থিয়ার্স প্যারিস থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন।

১৮৭৪ – হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া বাণিজ্য অধিকার প্রদান করে একটি চুক্তি স্বাক্ষর করে।

১৬৪৪ – তৃতীয় অ্যাংলো পাওয়াতান যুদ্ধ ভার্জিনিয়া উপনিবেশে শুরু।

১৭৬৬ – আমেরিকান বিপ্লব, ব্রিটিশ সংসদ স্ট্যাম্প আইন বাতিল করে।

জন্ম

১৮৩৭ – গ্রোভার ক্লিভ্ল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২ ও ২৪তম রাষ্ট্রপতি।

১৯০১ – শৈলজানন্দ মুখোপাধ্যায, বাঙালি সাহিত্যিক।

১৯১২ – বিমল মিত্র, বিশিষ্ট লেখক, ঔপন্যাসিক।

১৯৩৯ – রন অ্যাটকিনসন, সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৯৬ – ম্যাডেলিন ক্যারল, বিখ্যাত আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

১৯৭৪ – বুদ্ধদেব বসু, বাঙালি কবি।

সম্পাদনায়: এমএইছ চৌধুরী, জুনাইদ।