নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে পার্টি প্রাইমারিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশী পুরুষ প্রার্থীদের। বিজয়ী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হতে পারেন নি কেউই। ব্রুকলিন, কুইন্স ও ব্রঙ্কসে বিভিন্ন ডিস্ট্রিক্টে ৮ জন প্রার্থীর একজনও অন্তত দ্বিতীয় হতে পেরেছেন, এমন কোন খবর মেলেনি।
বরং তালিকায় সবার শেষ স্থানে গেছেন কেউ কেউ। বিপরীতে দুই ডিস্ট্রিক্টে দুইজন নারী কাউন্সিলমেম্বার প্রার্থীর একজন শাহানা হানিফ বিজয়ী হয়েছেন, অন্যজন মৌমিতা আহমেদ দ্বিতীয় হয়েছেন। ডিস্ট্রিক্ট জাজ পদে কুইন্সে আরেক নারী সোমা সাঈদ বিজয়ী হয়েছেন। ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় শুক্রবার (৯ জুলাই) বিকেলে গিয়ে পেয়েছিলাম একজন প্রার্থী মীর্জা রশিদকে। তার কাছে জানতে চেয়েছিলাম কেন তিনি হেরেছেন। ওই এলাকার আরো কয়েক বাংলাদেশী বাসিন্দার মতও জায়গা পেয়েছে এই ভিডিওতে।