নির্বাচিত হবার পর শাহানা হানিফ প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া November 8, 2021 at 0:34 ২ নভেম্বর রাতে ব্রুকলিনে বিজয় উদযাপনের ঠিক আগের মুহূর্তে শাহানা হানিফের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিল মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছেন। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম বাংলাদেশী, প্রথম বাংলাদেশী নারী, প্রথম বাঙালি মুসলমান, এবং ডিস্ট্রিক্ট থার্ট নাইনে প্রথম নারী কাউন্সিলমেম্বার। অভিনন্দন শাহানা। Share this: