মানিকগঞ্জ: মানিকগঞ্জে বাস উল্টে অন্তত ২০জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে আসা ঢাকাগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্রো- ১৪-৮৯৯৫) বাসটি দ্রুত গতিতে মুলজান নামক স্থানে পৌছলে ডিভাইডারের বাঁকে এসে গতি কন্ট্রলের জন্য ব্রেক করলে গাড়িটি সঙ্গে সঙ্গে রাস্তার উপর উল্টে যায়। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে অন্যান্যদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করেন।
গোলড়া হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ লুৎফর রহমান জানান, খবর পেয়ে আমরা
ঘটনাস্থলে পৌঁছাই এবং আহতদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করি। প্রায় ২০ জন যাত্রী আহত হয় এদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায় নি।মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দেন।