জাকির হোসেন, শার্শা, যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৃথকভাবে অভিযান চালিয়ে ১৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল ফেন্সিডিলসহ মামুন হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি সদস্য জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদে জানতে পারি শার্শা থানাধীন অগ্রভূলাট বাজারের পূর্ব পার্শ্বে আশরাফুল ইসলামের ইয়াবা বিক্রয়ের গোপন আস্তানা আবু ছুরাত খাতুনের বাড়িতে ইয়াবা বিক্রি করছে।
ইয়াবা বিক্রির সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট বিওপি’র বিজিবির একটি চৌকস টহলদল অভিযান চালায়। অভিযানকালে বিজিবির চৌকস টহলদল বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আবু ছুরাত খাতুনের বাড়ীতে তল্লাশী চালায়। তল্লাশীকালে ঘরের ভিতরে মাটির গর্ত হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে, দুপুর দেড়টায় আবু ছুরাতের বাড়ীর পুকুরের পাড় হতে মামুন হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ২২বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটক মামুন হোসেন অগ্রভূলাট গ্রামের কুরবান আলীর ছেলে।
২১’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) ১৯৪০পিস ইয়াবা, ২২বোতল ফেন্সিডিলসহ মামুন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী ও মাদকদ্রব্যসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
- Sunday
- September 8th, 2024