ডি কে মহন্ত : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের বাসিন্দা মোঃ তহিদুল ইসলাম (২৭) এর ছয় বছরের শিশুপুত্র মোঃ তামিম বাবু (৬) ২১ মার্চ বৃহস্পতিবার বেলা ১টার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় নিহত তামিম বাবু (৬) ও মোঃ আবু বক্কর খাখরুর ৯ বছরের শিশুপুত্র খেলার সাথী মোঃ শহিদুল ইসলাম (৯) এর সাথে বাড়ীর নিকটবর্তী বোরো চাষের সেচপাম্পে গোসলের উদ্দেশ্যে আসায়, রাস্তা পার হওয়ার সময় মধ্যপাড়া অভিমুখী বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা মারলে দুজন রাস্তায় ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে আহত দুজন কে গুরুতর আবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে মোঃ তামিম বাবু (৬) কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং মোঃ শহিদুল ইসলাম (৯) কে আশংকাজনক ভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত রেফার করেন। এদিকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত মোঃ তামিম বাবুর(৬) মৃত্যু’তে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং মোঃ শহিদুল ইসলাম (৯) এর দ্রুত আরোগ্য কামনা করেছেন এলাকাবাসী।