নাটোর কালেক্টোরেট স্কুল ও কলেজে নবনির্মিত চারতলা ভিট বিশষ্টি একতলা একাডেমিক ভবনের উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক)ড.রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বী, নাটোর কালেক্টোরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ জি,এম,ইস্রাফিল ইসলাম, শিক্ষা বিভাগের সহকারী প্রকৌশলী ফারুকউজ্জামান, সংশ্লিষ্ট ঠিকাদার,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে প্রতিষ্ঠানের মঙ্গলকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।