নাটোর প্রতিনিধি: মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকলে একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন পুলিশের ইন্সপেক্টর অব জেনারেল (আইজি) ড. জাবেদপাটোয়ারী। মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, ৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর ৪৮ সালে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। ৭১ এ তা পূর্ণতা পায়। বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখাচ্ছেন উন্নত বাংলাদেশ গড়ার। ৪১ সালের মধ্যে তা পূরণ হবে, আমরা হবো উন্নতদেশের নাগরিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজ এম খুরশিদ হোসেন, নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আলমামুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিুল উসলাম রমজান, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপারনাটোর সদর সার্কেল) আবুল হাসনাত, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার ) ফয়েজুর রহমানসহ নাটোর জেলার সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ।