বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক ইনজুরিতে ক্লান্ত বাংলাদেশ। ইনজুরি নিয়েই খেলছেন বেশ কিছু ক্রিকেটার। আর সে ইনজুরি খাতায় পুনরায় নতুন করে ঢুকে পড়লেন মুশফিকুর রহিম। অনুশীলনের সময় মুস্তাফিজের বলে আঘাত পেয়েছেন তিনি।
বৃষ্টির কারণে ভেসে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটির পর লম্বা অবসর পেয়েছিলো ক্রিকেট দল। তারপর শনিবার প্রাকটিসে নেমেই মুস্তাফিজের বোলিংয়ের বিপক্ষে ব্যাট করার সময় ডান হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের মিডল অর্ডারের এই ব্যাটিং স্তম্ভের চোট দলটির জন্য চিন্তারই বটে।
হাতে চোট পওয়ার পরপরই অনুশীলন বাদ দিয়ে ফেরেন ড্রেসিংরুমে মুশফিক। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মুশফিকের চোট কতখানি গুরুতর এবং পরবর্তী ম্যাচে তার প্রভাব পড়বে কি না তা জানতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৭ই জুন। ম্যাচের আগে এমন সংবাদ বাংলাদেশ দলের জন্যে দুশ্চিন্তারই বটে।