ভারতের লোকদের ৫০ শতাংশের ভালো বাথরুম নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না, সে কারণেই ভারতে অনুপ্রবেশ চলছে’ বলে কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এমন বক্তব্যের জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

dr a.k. abdul momen

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না। এখানে কোনো মঙ্গাও নেই। মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

ড. মোমেন আরও বলেন, ভারতের লোকদের ৫০ শতাংশের ভালো কোনো বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আমার দেশের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে। তবে অশিক্ষিত লোকের চাকরির অভাব নেই। আর ভারতের লক্ষাধিক লোক বাংলাদেশে চাকরি করে। তাই আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।