রোগীকে ‘সরি’ বলে অবশেষে টাকা ফেরত দিয়েছে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল। এর আগে মঙ্গলবার মধ্যরাতে টাকা জমা দিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান সাইফুর রহমান নামের করোনা থেকে সুস্থ হয়ে উঠা ওই ব্যক্তি৷
বুধবার সন্ধ্যায় সাইফুর রহমান জানিয়েছেন, ‘আমার পরিবারের কাউকে তারা ফোন করে ডেকেছিলেন। পরে আমার ছোট ভাই আরিফুলকে পাঠানো হয়েছিল। আজ বিকেলে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল তার কাছে ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা ফিরিয়ে দিয়েছে।’
সাইফুর রহমান আরও বলেন, ‘তারা (হাসপাতাল কতৃপক্ষ) গত ৩১ মে পর্যন্ত কোনো বিল নেয়নি। শুধুমাত্র ১ ও ২ জুনের বিল কেটে রেখেছে।’
গত ৩১ মে সরকার নির্ধারিত ‘কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল’ তালিকা থেকে সরে আসায় ১ ও ২ জুনের চিকিৎসা বিল ৫৪ হাজার ৮৮০ টাকা কেটে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।