ঢাকা: রাজকীয় মেহমান হিসেবে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে সৌদিতে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (২৫ জানুয়ারি) তিনি ওমরাহ পালন করেছেন এবং আজ রবিবার(২৭ জানুয়ারি) মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রওযা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাবেন বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে তিঁনি মক্কার রয়েল প্যালেসে অবস্থান করছেন।
আগামী ২৯ জানুয়ারী মঙ্গলবার রাতে দেশে ফিরবেন বলেও জানান কর্মকর্তা।