কালন মোল্লা , গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শনিবার শ্রদ্ধা জানাতে গিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বিএনপির ভ্রান্ত রাজনীতির ফলে বিএনপির বর্তমান অবস্থা হয়েছে। তিনি বলেন, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি বা নির্বাচন করা যায়না।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন গুলোতে বিএনপি আসবে কি আসবে না সেটা তাদের দলের বিষয়, তবে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নির্বাচনে আনা হবে না। নানা অনিয়ম, দূর্নীতির কারনে জনগন তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তিনি তার মন্ত্রানালয় থেকে দুর্নীতি বিরোধী কার্যক্রম শুরু করেছেন বলে জানান।এর আগে সকাল ১১টায় তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় তাঁর নির্বাচনী এলাকা ও পিরোজপুর জেলার অসংখ্য নেতা কর্মি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ গনপূর্ত বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।