একমাত্র ভরসা মুশফিকুর রহিম

ইডেনে গোলাপি বলে দিবারাত্রির ম্যাচে খেলা তৃতীয় দিন পর্যন্ত গড়াবে তো? টাইগারদের উইকেট পতনে প্রশ্নটা জোরালো হয়ে ওঠে। কিন্তু তৃতীয় দিনে খেলা হচ্ছেই। একাই হার বাঁচাতে লড়ছেন মুশফিকুর রহিম। দিনের শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৫২ রান। ইনিংস হারে এড়াতে এখনও প্রয়োজন ৮৯ রান।
Mushfiqur Rahim

২ দিনের হারের লজ্জার হাত খেকে উদ্দার করতে পারেন কেবল মুশফিকুর রহিম। ভারতীয় বোলারদের বিরুদ্ধে বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে একমাত্র তিনিই প্রতিরোধ গড়ে তুলেন। প্রথম ইনিংসে ১০৬ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। ভারতীয় বোলারদের সামনে রীতিমতো অসহায় লাগছিল ইমরুল, মমিনুলদের।

টপলেস হলেন দেশি তারকা আইরিন সুলতানা

দিনের শেষে মুশফিকুর রহিম ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। তাঁকে সাহায্য করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ৩৯ রানের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে অবসৃত হয়ে চলে গিয়েছেন তিনি।

রবিবার ৪ উইকেট হাতে নিয়ে লড়াই করতে নামবেন তাঁরা। অবশ্যই মুশফিকুরের দিকে থাকবে নজর। কিন্তু টেস্টটা অন্তত তৃতীয় দিনে নিয়ে যেতে পারলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। ভারতীয়দের ব্যাটিংয়ে কোহলি ১৩৬ রান করেন। অধিনায়ক হিসেবে এটা তাঁর ২০ তম সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ২৭ তম।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

বিনোদন বিভাগের সুপারহিট: