সব আবাসিক হলে তল্লাশির নির্দেশ প্রধানমন্ত্রীর

Sheikh Hasina

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে তল্লাশির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিষয়টি সামনে এলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

১৯ জনকে আসামি করে আবরারের বাবার মামলা

নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশেন এবং ভারত সফর সম্পর্কে দেশবাসীকে জানাতে বুধবার (০৯ অক্টোবর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ফাহাদ হত্যার বিষয়টি নিয়ে তিনি কথা বলেন।

লেবাননের সাবরা ও শাতিলা ফিলিস্তিনি শিবিরে গণহত্যা

শেখ হাসিনা বলেন,বুয়েট চাইলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নেই, বুয়েটের কমিটি আছে, তারা মনে করলে বন্ধ করে দিতে পারে।

মেঘের রাজ্য মেঘালয় ভ্রমণ

উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই–বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির থেকে নিহত আবরারের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী কয়েকজন নেতা শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।