জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের হামলায় সাংবাদিক-সাধারণ শিক্ষার্থী মিলে প্রায় ২০ জন আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি প্রত্যাশী গ্রুপ এবং বর্তমান সভাপতি তরিকুল ইসলাম-সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেল এর গ্রুপ এ দু’গ্রুপের মধ্যে মারামারির সময় সংবাদ সংগ্রহ করতে গেলে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয় দৈনিক সংবাদের সাংবাদিক রাকিবুল ইসলাম কে। এছাড়া আরো আহত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার লতিফুল ইসলাম, বিডি২৪রিপোর্ট ডটকমের সানাউল্লাহ ফাহাদ, দৈনিক আমাদের নতুন সময় এর প্রতিনিধি জয়নুল আবেদীন।