শুক্রবার ভারতীয় পাইলকে মুক্তির ঘোষণা পাকিস্তানের

আন্তর্জাতিক: শুক্রবার মুক্তি পাচ্ছে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন। পাকিস্তানের সংসদ অধিবেশনে এমন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পাক-ভারত সংকট নিয়ে আলোচনায় দেশটির সংসদে যৌথ অধিবেশন ডাকা হয়। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তির ঘোষণা দেন।

ইমরান খান বলেন, দু’পক্ষের মধ্যে শান্তি প্রত্যাশায় বৈমানিককে মুক্তি দেয়া হচ্ছে।

বুধবার পাকিস্তানের আকাশসীমায় ঢুকলে ভারতীতের দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এ সময় পাইলট আভিনন্দন আটক করে দেশটির সামরিক বাহিনী।