টাকার অভাবে বাবার মৃত্যুতে দেশে আসতে পারেন নি ব্যারিস্টার সুমন

ডেস্ক: ব্যারিস্টার সুমন সম্পর্কে আনপনারা সবাই আশা করি কমবেশি অবগত। যিনি একাই দায়িত্ব নিয়েছেন সমাজকে বদলে দেবার। একের পর এক করে যাচ্ছেন মহৎ সব কাজ।

বলছিলাম সে সুমনের কথা, যিনি সম্প্রতি মহাসড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়েছেন মাত্র কয়েক ঘন্টায় যা অন্যদের দ্বারা বছরের পর বছর পার হলেও করা সম্ভব হয়নি এবং সারা বাংলাদেশের খুঁটি সরোনোর দায়িত্বও নিয়ে আদালতে রিট করেছেন এবং তাঁর পক্ষেই রায় পেয়েছেন। ১৮ ফেব্রুয়ারি স্কুলের সামনে থাকা দুর্গন্ধযুক্ত ময়লার ডাস্টবিনও সরিয়েছেন। তিঁনি এরকম শত শত ভালো কাজ করে যাচ্ছেন।

তিঁনি স্কলারশিপ নিয়ে বিদেশে যখন আইন বিষয়ে পড়তে যান, বিদেশে যাওয়ার কিছুদিন পরেই তার প্রিয় বাবা মারা যান। কিন্তু তিনি তাঁর প্রিয় বাবাকে শেষ বারের মত দেখতেও আসতে পারেননি টাকার অভাবে। তিঁনি সেখানে হোটেলে কাজ করে তাঁর পড়াশুনা চালান এবং এ করুণ অবস্থার কাছ থেকে শিক্ষা নিয়ে সংকল্প নেন জীবনে কখনো টাকার পিঁছনে ছুটবেন না, যতদিন বেঁচে থাকবেন সমাজের জন্য ভালো কিছু করবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে এমনটিই তিঁনি জানান।