ফ্রান্সের পণ্য বয়কট করে ফেলে দিলেন ঘড়ি, সমালোচনার জবাবও দিলেন নুসরাত ফারিয়া

ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এসব কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করায় ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্ব। সেই ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশর মানুষও।

সেই পথ ধরে শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফরাসি পণ্য বয়কটের স্ট্যাটাস দেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া (Nusraat Faria)। সেইসাথে নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি ঘড়িটিকেও ফেলে দেওয়ার কথা জানান ফারিয়া।

এ ঘোষণার পর পরই প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন অনেকে। শনিবার বিকেলেই আরেকটি স্ট্যাটাসে জবাবও দেন নুসরাত ফারিয়া। তার স্ট্যাটাসটি হুবহু তুলে দরা হলো:-

Why we all have to make one simple thing so complicated? If someone statement hurt my feelings don't I have right to share it or because I am an actress I can't have an opinion?
My religion is my believe and I have 200% right to say what I feel about anything that too hard core to bear. It's my feelings and I am entitled to share however I do it. Twisting it to a different way is your Mentality not mine.
#peaceout