বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে- আফিল উদ্দিন এমপি

মোঃ সাগর হোসেন, (বেনাপোল) যশোর: একাদশ জাতীয় নির্বাচন সহ পরপর ৩ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে শেখ আফিল উদ্দিন এমপিকে বিশাল সংবর্ধনা দেয়া হয়।


মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার ভবনের  সামনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের পরপর ৩ বার নির্বাচিত যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দীন।


জাতীয় সংসদের  এমপি শেখ আফিল উদ্দীন বলেন, মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং উন্নয়নই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের প্রধান লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শিক্ষা, বিদ্যুৎ, অর্থনীতি, কৃষি, শিল্প এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। আগামীতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। দীর্ঘ ১৮টি বছর আপনাদের পাশে দাঁড়িয়ে এই অঞ্চলের উন্নয়ন করেছি।তিনি কর্মচারী ইউনিয়নের সকলকে আহ্বান জানান বিল অব এন্ট্রির প্রতি বিশ টাকার পরিবর্তে পঁচিশ টাকা করার, অতিরিক্ত পাঁচ টাকা সকল স্টাফদের সন্তাদের পড়াশুনার জন্য ব্যয় করার অনুরোধ জানান তিনি। অতঃপর বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন ভবনের নীচ তলায় নব নির্মিত অফিস রুম উদ্ভোধন করেন তিনি।

উক্ত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারণ সম্পাদক এমদাদুুল হক লতা, সাবেক সভাপতি শামছুর রহমান |

প্রধান অতিথি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের পক্ষ থেকে এসএসসি, জেএসসি, পিএসসি কৃর্তী শিক্ষার্থীদের ক্রেষ্ট উপহার দেন।