৯ এপ্রিল: একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২ জন , মোট ৩৩০

গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন। এ নিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। নতুন করে কেউ সুস্থ হননি।
করোনাভাইরাস: সর্বশেষ আপডেট

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে অনলাইনে নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মোবিন খান, আনোয়ার খান মডার্ন হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার খান এমপি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সানিয়া তাহমিনা ও রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সময় অনলাইনে যুক্ত হয়ে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

করোনাভাইরাস সর্বশেষ আপডেট: ৯ এপ্রিল

বাংলাদেশে সংখ্যা: ৩৩০, মৃত্যু: ২১, সুস্থ্য: ৩৩।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা: 1,529,968  মৃত্যু: 89,426সুস্থ্য: 337,276

করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:

করোনাভাইরাস: রক্তের প্লাজমায় চিকিৎসা

দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?

করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?

করােনার তথ্য জানাতে বাড়ানো হয়েছে হটলাইন নম্বর