বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদ কারাগারে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামিদের অন্যতম ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদকে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এ‌প্রিল) দুপুরে ঢাকার চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক এএম জুলফিকার হায়াত তাকে কারাগা‌রে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতরাত ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন থেকে মাজেদকে গ্রেফতার করে পুলিশ। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ছয় আসামির একজন আব্দুল মাজেদ।

করোনাভাইরাস সর্বশেষ আপডেট: ৭ এপ্রিল

বাংলাদেশে সংখ্যা: ১৬৪, মৃত্যু: ১৭, সুস্থ্য: ৩৩।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা: 1,349,877  মৃত্যু: 74,820সুস্থ্য: 286,877

করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:

করোনাভাইরাস: রক্তের প্লাজমায় চিকিৎসা

এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার পরীক্ষা পাশ করতে প্যারাসিটামল খেয়ে নামছেন অনেকে!

দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?