হলি আর্টিজান হামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক: যুক্তরাষ্ট্র

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার বিচারকে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৭ নভেম্বর) রায় ঘোষণার পর ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,

‘যুক্তরাষ্ট্র ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচার সমাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে। আজকের রায় এর ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলকস্বরূপ।

যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। আমরা বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

এই ভাবগম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃন্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত বাংলাদেশী আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীরতম শোক প্রকাশ করছে।’

‘The United States notes the conclusion of the trial following the terrorist attack at the Holey Artisan Bakery in Dhaka in July 2016. Today’s verdict gives some closure to the families of those who suffered from the brutal murders committed that day. The trial represents a landmark case for Bangladesh.

The United States is honored to have assisted the Government of Bangladesh throughout the investigation of the attack. We remain committed to continuing to support Bangladesh in its fight against terrorism, especially in our shared efforts to improve rule of law.

On this solemn occasion, the United States renews its deepest condolences to the loved ones of the civilians slain and Bangladeshi law enforcement officials who were killed or injured responding to this contemptible terrorist attack.’

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

বিনোদন বিভাগের সুপারহিট: