কবি আল মাহমুদ মারা গেছেন

সোনালী কাবিন’-এর কবি আল মাহমুদ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…..। শুক্রবার রাত ১১টার কিছু পরে তিনি মারা যান। শুক্রবার কবির স্বাস্থ্যের অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।

গত ৯ ফেব্রুয়ারি গুরুতর হলে অসুস্থ হলে তাঁকে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত সমস্যাসহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়ার মোড়াইল গ্রামে কবি আল মাহমুদের জন্ম। তিনি ছিলেন হলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।