ফিলিস্তিনি নেতা আবু জিহাদ হত্যায় মোসাদ জড়িত

১৯৮৮ সালের ১৬ এপ্রিল তিউনিসিয়ার তিউনিসে ফিলিস্তিনি নেতা খলিল ইব্রাহিম আল-ওয়াজির ওরফে আবু জিহাদকে হত্যার কথা স্বীকার করেছে ইসরাইল।

ইসরাইলের টিভি চ্যানেল ‘থার্টিন’ জানিয়েছে, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের উপ-প্রধান আবু জিহাদকে হত্যায় ইসরাইলি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা মোসাদের তিন হাজার ব্যক্তি সম্পৃক্ত ছিল। তাকে হত্যায় ৩ হাজার লোকের পাশাপাশি ব্যবহৃত হয়েছে পাঁচটি ফাইটিং বোট ও হেলিকপ্টার।

আবু জিহাদ ছিলেন ফাতাহ আন্দোলনের প্রধান ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ বন্ধু। টিভি চ্যানেলটির এ সংক্রান্ত ডকুমেন্টারিতে এ কথাও স্বীকার করা হয়েছে যে, বিশ্বের যেসব দেশ আদালতের অনুমোদন ছাড়াই মানুষ হত্যা করে থাকে তাদের অন্যতম হচ্ছে ইসরাইল।

চ্যানেল থার্টিনের ডকুমেন্টারিতে আরও স্বীকার করা হয়েছে, ইসরাইলি বাহিনী ১৯৯৭ সালে হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান খালেদ মাশয়ালকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এছাড়া ১৯৯৬ সালে হামাস নেতা ইয়াহিয়া আইয়াশকে হত্যার বিবরণও তুলে ধরেছে এই টিভি চ্যানেল। সূত্র: পার্সটুডে

বিনোদন বিভাগের সুপারহিট: