আবু বকর আল-বাগদাদি কে?

আবু বকর আল বাগদাদীর পরিচয় নিয়ে বহু রহস্য রয়েছে। আল বাগদাদী আসল নাম নয় বলে অনেকের ধারণা। তার আসল নাম ইব্রাহিম আওয়াদ আল-বদরি। ধারণা করা হয়, ১৯৭১ সালে ইরাকের সামারার নিকট সুন্নি পরিবারে এই আইএস নেতার জন্ম।

খুব কম বয়সে ধর্মের দিকে ঝুঁকে পড়েন। তিনি ইসলামিক স্টাডিজে স্নাতক করেন। এরপর কোরানিক স্টাডিজে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আট মাসে ৬০ ভারতীয় সেনা নিহত

২০০৪ সালে ইঙ্গ-মার্কিন আক্রমণের শিকার হয়ে ক্যাম্প বুকাতে বন্দী হন। সেখানে তিনি প্রাক্তন ইরাকী গোয়েন্দা কর্মকর্তাসহ অন্য বন্দীদের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়।

২০০৩ সালে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে সামরিক হামলা হলে আল বাগদাদি বাগদাদের একটি মসজিদের ইমাম ছিলেন বলে জানা যায়।

বয়ফ্রেন্ডের চিঠি পোড়াতে বাড়িতে আগুন

কোন কোন রিপোর্টে বলা হয়, সাদ্দাম হোসেনের সময়কালে আল বাগদাদি জিহাদীতে পরিণত হন। অন্যদিকে অনেকের মতে, দক্ষিণ ইরাকে একটি মার্কিন সামরিক ক্যাম্পে চার বছর আটক থাকার সময় আল বাগদাদি জঙ্গিবাদে দীক্ষিত হন। ওই ক্যাম্পে অনেক আল কায়েদা কমান্ডারকে আটক হয়েছিল।

বিমান থেকে প্যারাসুটে পালিয়েছিলেন যে চোর

এক পর্যায়ে ইরাকে আল কায়েদার নেতা হিসেবে আবির্ভূত হন। ২০১০ সালে ইরাকের আল কায়েদা নিজেদেরকে ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট’ বলে ঘোষণা দেয়।

২০১১ সালের অক্টোবরে আমেরিকা আল বাগদাদীকে সন্ত্রাসী বলে ঘোষণা করে। একইসঙ্গে তার মাথার মূল্য ২৫ মিলিয়ন ডলার ঘোষণা করে।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

স্বাস্থ্য বিভাগের সুপারহিট:

ঘুমে যেসব কারণে মৃত্যু ঘটতে পারে
স্মৃতিশক্তি বাড়ানোর কার্যকরী উপায়
তীব্র মানসিক চাপে মুক্তি পেতে করনীয়
ধূমপানের কারণে চেহারায় আকর্ষণ কমে
রক্তস্বল্পতা দূর করবে নিয়মিত যেসব খাবার
স্কিন ক্যান্সার থেকে নিরাপদ রাখবে কফি পান
যৌন সম্পর্কে ছড়ায় সারভাইক্যাল ক্যানসার