বিশ্বজুড়ে মুক্তি পেল হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’

অবশেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। ২০১৭ সালের মে মাসে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে শর্টফিল্ম কর্নারে প্রতিযোগিতায় ছিল ছবিটি। এরমধ্যে ৩ বছর চলে গেলেও দেশের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাননি।

গত ১ মে ভিডিও প্ল্যাটফর্ম Vimeo-তে মে প্রকাশ করা হয়েছে ‘দাগ’। ফলে বিশ্বের যে কোন স্থানের দর্শকরা অনলাইনে দেখতে পারবেন। যার জন্য মাত্র ১ ডলার খরচ করতে হবে। নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও দিনমজুরদের সাহায্যার্থে প্রাপ্ত অর্থ খরচ করা হবে। ‘ফিল্ম ফর হিউম্যানটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবিটি।

এই অনলাইন প্রদর্শনীর মাধ্যমে প্রাপ্ত অর্থের পুরোটাই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপল অ্যাকাউন্টে যুক্ত হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপাল অ্যাকাউন্ট Vimeo পেজের সঙ্গে যুক্ত রয়েছে।

ভিডিও সংবাদ:

ইরান vs আমেরিকা: গুলি ছোঁড়ার আগেই বিপর্যয়

কম দামে ছয় ক্যামেরা নিয়ে অপ্পো A92s!

রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?