লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

লিবিয়ার ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা। নিহত বাকি চারজন আফ্রিকার অভিবাসী। এ ঘটনায় গুরুতর আহত ১১ বাংলাদেশিকে জিনতান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
libya map

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের (জিএনএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, এই অভিবাসীরা মিজদাহ শহরের এক মানবপাচারকারীর হাতে পণবন্দি ছিলেন। কোনোভাবে ওই পাচারকারী বুধবার রাতে অভিবাসীদের হাতে খুন হন।

লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, কাজের খোঁজে বেনগাজি থেকে ত্রিপোলি যাবার পথে মিজদাহ এলাকায় অপহরণকারীদের খপ্পরে পড়ে ২৬ বাংলাদেশিসহ ৩৮ জন। মরুভূমিতে অপহরণকারীরা তাদের আটকে মুক্তিপণ দাবি করে।একপর্যায়ে অপহৃতদের একজন অপহরণকারীদের দলনেতাকে হত্যা করে। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা নির্বিচারে সবার ওপর গুলি চালালে হতাতের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিদের মরদেহ মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত খবর:

উহান ল্যাব থেকে ছড়িয়েছে ভাইরাস, উত্তর খুঁজছেন ট্রাম্প

চীনের পাশে হু, ‘সব দেশেই এমন হতে পারে’

প্রথম করোনাভাইরাসের হদিশ পেয়েছিলেন এক বাস চালকের মেয়ে

ভিডিও সংবাদ:

ইরান vs আমেরিকা: গুলি ছোঁড়ার আগেই বিপর্যয়

কম দামে ছয় ক্যামেরা নিয়ে অপ্পো A92s!

রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?