সাতক্ষীরায় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

সাতক্ষীরার শ্যামনগর থানা চত্বরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদার সভাপতিত্বে এবং অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান মোল্যার সঞ্চালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার  সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক অ্যাড.কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য কিরণ শংকর চ্যাটার্জী, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী,সাংবাদিক ও শিক্ষক  রনজিৎ বর্মন।

শান্তির বার্তা নিয়ে শারদীয় দুর্গোৎসব

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার ১২টি ইউপির বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় সকলের সম্মতিক্রমে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের লক্ষে  প্রতিটি মন্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগকরা হবে, মন্ডপে পুরুষ মহিলাদের পৃথক যাতায়াতের পথ রাখা হবে, জুয়ার আসর থাকবেনা, আযান ও নামাজের সময় মাইক, ঢোল সহ বাদ্য যন্ত্র বাজানো বন্ধ থাকবে,কোন সমস্যা হলে অফিসার ইনচার্জকে দ্রুত জানানো সহ অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা যায় এবার উপজেলায় ৬৫টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।