বিশ্বকাপে রেকর্ডে উজ্বল সাকিব

অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বেশ কিছু রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সবচেয়ে দ্রুততম সময়ে ৬ হাজার রান ও ২৫০ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিস, বোথাম, ইমরান খানদের। 

বাংলাদেশের হয়েও বিশ্বকাপে প্রথম বারের মতো ১০০০ রান, প্রথমবারের মতো বিশ্বকাপে ৫ উইকেট সহ ৩০ টির বেশি নিয়েছেন তিনি। বিশ্বকাপে ১ হাজার রানের পাশাপাশি ৩০টির বেশি উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব। আর এর বাইরে গড়েছেন আরেক রেকর্ড। বিশ্বকাপে ৫০ রানের পাশাপাশি ৫ উইকেট নেয়া দ্বিতীয় খেলোয়াড় তিনি।

চলতি বিশ্বকাপের ৩১ তম ম্যাচ শেষে ব্যক্তিগত ৬ষ্ঠ খেলায় ৩ হাফ সেঞ্চুরি ও ২ সেঞ্চুরি করে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৭৬ রান করে প্রথম অবস্থানে আছেন সাকিব৷ এছাড়া বোলিংয়ে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে আছেন ৭ম অবস্থানে। আরও বেশ কয়েকটি ম্যাচ বাকি সাকিবের। নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের এই রেকর্ডের বরপুত্র হয়তো ভাঙতে ও গড়তে পারেন আরও নতুন কিছু রেকর্ডও।