লড়াই করে হারলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও লড়াই করে বোলিং ব্যর্থতায় ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ৩৮২ রানের টার্গেট ব্যাট করতে নেমে আট উইকেটে ৩৩৩  রান তুলে বাংলাদেশ। ৯৭ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন।

প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানে ভর করে ৫ উইকেটে ৩৮২ রানের পাহাড়সম লক্ষ্য দেয় অজিরা। ওয়ার্নার ছাড়াও ব্যাটিংয়ে ফিন্স ৫৩ ও ম্যাক্সওয়েল ৮৯ রানে যোগ্য সাপোর্ট দেয়। বল হাতে বাংলাদেশের পক্ষে সৌম্য ৮ ওভারে ৫৮ রানে ৩ টি উইকেট পেয়েছেন।

তবে ব্যাট হাতে ১০ রান তুলতেই রান আউটের স্বীকার সৌম্য। পরে সাকিব দলীয় ১০২ রানে ৪১ বলে ৪১ রান করে আউট হন৷ এরপর মুশফিক তামিম রানের চাকা সচল রাখেন। তামিম ব্যক্তিগত ৬২ রানের মাথায় মিচেল স্টার্কের শিকারে পরিণত হন।

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের শতরানের জুটিতে সম্মানজনক হার নিশ্চিত করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৬৯ রানে করেন আর মুশফিক ১০২ রানে পরাজিত ছিলেন।