বিশ্বকাপে গেইলের দুই শূন্যই টাইগারদের বিপক্ষে !!

বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যাটিং দানব ক্রিস গেইল। দানবীয় ব্যাটিং করে বোলারদের কচুকাটা করা এই ব্যাটসম্যানের বিশ্বকাপে রয়েছে দুটি শূন্য রানে আউট হওয়ার ইনিংস। আর সে দুই শূন্যের দুটোই বাংলাদেশের বিপক্ষে৷ 
ক্রিস গেইল

২০১৯ বিশ্বকাপের ২৩ তম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

এরপর ওয়েস্ট ইন্ডিজ এর ইনিংসের শুরুতেই ব্যাটিং দানব ক্রিস গেইলকে আউট করে তার সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করেন সাইফ উদ্দিন। দলীয় চতুর্থ ও সাইফের দ্বিতীয় ওভারে ক্রিস গেইল উইকেটের পেছনে উইকেট রক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ১৩ বলে ব্যক্তিগত ০ রানে।

এনিয়ে ক্রিস গেইল বিশ্বকাপে দ্বিতীয় বার শূন্য রানে আউট হলেন৷ আর দু’বারই বাংলাদেশের বিপক্ষে। এর আগে ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ০ রান করেন।

আরও পড়ুন…

নতুন কৌশলে মাশরাফি বাহিনী
মুশফিকের ডান হাতে চোট

বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.