করোনাভাইরাস: সংক্রমণ ঠেকাতে সৌদিতে মসজিদে গিয়ে নামাজ পড়া স্থগিত

নভেল সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে মসজিদে গিয়ে নামাজ পড়া স্থগিত করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বুধবার এ খবর জানিয়েছে।

তবে মক্কা-মদীনার দুটি মসজিদ নির্দেশের বাইরে রাখা হয়েছে। মক্কার মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদে নববী ছাড়া দেশটির অন্য সব মসজিদে নামাজ পড়া সাময়িক বন্ধ থাকবে। ১৩৩ জন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?

করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ১৬৩ টি দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৭৭১ জন, মৃত ৭ হাজার ৯২৭ জন, রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন ৮১৬৮৩ জন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা।