নারীর আত্মরক্ষার নতুন হাতিয়ার ‘লিপস্টিক গান’

বিশ্ব জুড়ে প্রায় প্রতিদিন ঘটছে নারী নির্যাতন, রাস্তাঘাটে মহিলাদের ওপর হেনস্থা বা ধর্ষণের মতো ঘটনা। আর এই নারীর নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারতীয় বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া তৈরি করলেন ‘লিপস্টিক গান’। এই অভিনব লিপস্টিক গান মহিলাদের আত্মরক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ হাতিয়ার তা আশা করা হচ্ছে।

মহিলাদের নিরাপত্তার স্বার্থে অনেকগুলি কৌশলের কথা বলা হলেও ভারতীয় বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়ার ‘লিপস্টিক গান’ দিয়ে অতি সহজেই মেয়েরা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিতে পারবেন দাবি করেছেন।

বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া জানিয়েছেন, এই অস্ত্রটি কোন মহিলার কাছে থাকলে এবং বিপদে পড়লে সহজে এটি ব্যবহার করে বিস্ফোরণের মতো শব্দ ঘটাতে পারবে। ওই বিকট শব্দ শুনে আক্রমণকারী ঘাবড়ে পালিয়ে যেতে পারে অথবা আশেপাশের লোক ছুটে আসতে পারে। ‘লিপস্টিক গান’-টির মাধ্যমে  চাইলেই পুলিসকে ‘ইমার্জেন্সি নম্বর’-এ বিপদ সংকেত পাঠানো যাবে।

দেখতে সাধারণ লিপস্টিকের মতোই দেখতে লিপস্টিক গানের দাম ৫০০ থেকে ৬০০ টাকার কাছাকাছি। সূত্র: জি ইন্ডিয়া

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

ইতিহাসের পাতার সুপারহিট: