সচেতনতা বৃদ্ধিতে ডলফিন মেলা

রনজিৎ বর্মন শ্যামনগর, সাতক্ষীরা: বিপন্ন প্রায় ইরাবতী ডলফিন ও শুশুক রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষে ম্যানগ্রোভ বন সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় খোলপেটুয়া নদীতে শুরু হয়েছে ডলফিন মেলা।

৩ নভেম্বর রবিবার সকাল দশটায় ডলফিন সংরক্ষণে এই মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে ডলফিন আকৃতির নৌকা, বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা। সচেতনতা সৃষ্টিতে মেলার বিভিন্ন স্টলে সুন্দরবনের চিত্র প্রদর্শন করা হয়েছে।

যে কারণে আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব

বাংলাদেশ আইইউসিএন-এর আয়োজনে বন বিভাগ ও ইউএনডিপির অর্থায়নে ইতিমধ্যে মংলা, খুলনা, সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও পানখালি সহ বিভিন্ন স্থানে পুতুল নাচ এবং আলোকচিত্র প্রদর্শনী করা হচ্ছে। শিশুদের মাধ্যমে ডলফিন সংরক্ষণে ও জনসাধারণের নিকট বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার লক্ষে এ মেলার আয়োজন।

ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলছে

মেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন আইইউসিএন-এর রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

বিনোদন বিভাগের সুপারহিট: