যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের হুমকির বিপরীতে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো: ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভূমি থেকে নিক্ষেপের যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে সেই হুমকি বিপরীতে যথাযথ উদ্যোগ নেবে রাশিয়া।

ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র রোমানিয়া থেকে ছোঁড়া সম্ভব হবে। অল্প সময়ের মধ্যে তা পোল্যান্ডে স্থাপন করা হবে। এছাড়া তা আমি অত্যন্ত চন্তিত।’ ফিনল্যান্ড সফরকালে পুতিন এ কথা বলেন।

আরও পড়ুন:  বিয়ের ভাবনা এবং ছেলের বলিউডে অভিনয়! যা বললেন মালাইকা আরোরা

প্রেসিডেন্ট পুতিন বলেন, আমেরিকার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা রুশ প্রশাসনের জন্য নতুন করে হুমকি তৈরি করেছে। মস্কো তার বিপরীতে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র স্থাপন না করা পর্যন্ত ইউরোপের কাছে রাশিয়ার কোন পদক্ষেপ থাকবে না।

আরও পড়ুন: পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা

গেল ১৯ আগস্ট যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

প্রবাসী টিভির ফেসবুক গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন।